Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি, ক্যাম্পাসে উত্তেজনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:৫৫ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে এ ঘটনায় উভয় গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেয়।

এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও সাংগঠনিক সম্পাদক রনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনের সমর্থকরা জড়িয়ে পড়ে। এ সময় ইমরান খানের একজন কর্মী আহত হয়েছে বলে জানা যায়।

সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, এটা একটা ডিপার্টমেন্টের খেলাকে কেন্দ্র করে কোন্দল। ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

শাহপরাণ হলের প্রভোস্ট মোহাম্মদ শাহেদুল হোসাইন জানান, হলের পরিস্থিতি এখন শান্ত আছে। শাহপরাণ হলের প্রভোস্ট মোহাম্মদ শাহেদুল হোসাইন জানান, হলের পরিস্থিতি এখন শান্ত আছে।

Bootstrap Image Preview