Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবনে কখনো কম্পিউটার ব্যবহার করিনি: জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:৩০ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জীবনে কখনো কম্পিউটার ব্যবহার করেনি বলে স্বীকারোক্তি দিয়েছেন জাপানের নতুন সাইবার নিরাপত্তামন্ত্রী ইয়োশিতাকা সাকুরাদা। এ মন্তব্যে দেশটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী দেশটির একটি সংসদীয় কমিটিতে ওই স্বীকারোক্তি দিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘২৫ বছর বয়স থেকে আমার স্টাফ ও সচিবদের দিয়ে কাজ করাই। আমার জীবনে কোনো দিন কম্পিউটার ব্যবহার করিনি।’

৬৮ বছর বয়সী ইয়োশিতাকা গত মাসে জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী নিযুক্ত হন। ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের সাইবার নিরাপত্তার প্রস্তুতি দেখভাল তার অন্যতম দায়িত্ব।

জাপানের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদ মাসাতো ইমাইয়ের এক প্রশ্নের জেরে দেশটির সাইবার নিরাপত্তামন্ত্রীর কাছ থেকে জীবনেও কম্পিউটার ব্যবহার না করার বিষয়ে স্বীকারোক্তি আসে। মন্ত্রীর স্বীকারোক্তিতে সংসদীয় কমিটি বিস্মিত হয়।

ডেমোক্রেটিক পার্টির মাসাতো ইমাই বলেন, ‘অবিশ্বাস্য বিষয়। এক ব্যক্তি সাইবার নিরাপত্তার দায়িত্বে আছেন, অথচ তিনি জীবনে কখনো কম্পিউটারই ব্যবহার করেননি।’

মন্ত্রীর দাবি, তিনি জীবনে কখনো কম্পিউটার ব্যবহার করেননি, এ কথা ঠিক। কিন্তু তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা আছে। তিনি আত্মবিশ্বাসী যে, এতে কোনো সমস্যা হবে না। সাইবার নিরাপত্তামন্ত্রীর স্বীকারোক্তি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে

Bootstrap Image Preview