Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একুশে পদার্পণ শাবি’র আবৃত্তি বিষয়ক সংগঠন 'মাভৈ'

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১২:২৯ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১২:২৯ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’ বিশ বছর পেরিয়ে একুশ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা  হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন প্রমুখ। এসময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সন্ধ্যায় ফানুস উড়ানো হয়।

এদিকে বিশ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনটির নিজস্ব বৃন্দ প্রযোজনায় ‘কণ্যাশ্লোক’ ও শ্রুতিনাটক ‘ক্যামেলিয়া’ মঞ্চস্থ হবে। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সিলেটের সভাপতি লিটন চৌধুরী ও ‘চারুবাক’ সিলেটের পরিচালক জ্যোতি ভট্টাচার্য উপস্থিত থাকবেন।

উল্লেখ্য,  ১৯৯৮ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি চর্চাকে আরো সমৃদ্ধ করতে ‘শেকল ভাঙার ছন্দ মোরা দেয়াল ভাঙার উচ্চারণ’ এই স্লোগানকে ধারণ করে ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’ যাত্রা শুরু করে। এদিকে ইতোমধ্যে দুই দশক অতিবাহিত করেছে  সংগঠনটি।

Bootstrap Image Preview