Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাঘাটায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১২:১৬ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১২:১৬ PM

bdmorning Image Preview


গাইবান্ধার সাঘাটা উপজেলার চিথুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে চিথুলীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে এ অনুষ্ঠানের করা হয়।    

চিথুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন লিটুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম (বি.এস.সি )।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,  তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা শিক্ষিত হয়ে সাধারণ অসহায়, গরিব, দরিদ্র মানুষের কল্যানে কাজ করবে, তাহলে তোমাদের কথা সকলে  মনে রাখবে সারা জীবন।তোমাদের সকলের জন্য রইল আমার শুভ কামনা। এবং উপস্থিত সকলে তাদের মঙ্গল কামনা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন লিটু বলেন, তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে সুষ্ঠু ভাবে পরীক্ষায় অংশ নিবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতীর আগামী ভবিষ্যৎ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ বিতরণ করা হয়। পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview