Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১০:৩৩ AM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১০:৩৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এছাড়াও একই পরিবারের আরও ৬ ব্যক্তি দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

নিহতের পরিচয় এখনও জানা যায়নি। দগ্ধরা হলেন সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০), একই বিল্ডিংয়ের দোতলার ভাড়াটিয়া আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজুলি (২৪)।

যাত্রীবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী এ ঘটনাটি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটেছে।

কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, এটা এখনো আমরা জানতে পারিনি। কারণ বাসার সবাই দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট পাঠায়। তবে আমরা যাওয়ার আগে আগুন নিভে যায়। গ্যাস লিকেজ ছিল। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এসময় বিস্ফোরণে একজন নিহত হন। 

Bootstrap Image Preview