Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের ৭-১০ দিন আগে সেনা মোতায়েন

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৫:৩৭ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৫:৩৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাত থেকে দশ দিন আগেই সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন পূর্বকালীন সময়ে অর্থাৎ নির্বাচনের এক সপ্তাহ বা ১০ দিন পূর্বে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ওই সময় নির্বাচনী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে সচিব বলেন, যদি কেউ নির্বাচন ভন্ডুল করতে চায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনের মধ্যে থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে এবং যেখান থেকে নির্বাচনী মালামাল সরবরাহ করা হবে তা এখনি ঠিক করতে হবে। এছাড়াও নির্বাচনী এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

প্রার্থীদের শোডাউনের বিষয়ে সচিব বলেন, যারা প্রার্থী হবে তারা যখন মনোনয়ন জমা দিতে আসবে, তখন যাতে শোডাউন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পল্টনের ঘটনাটিও ঘটেছে শোডাউনকে কেন্দ্র করে।

অনুষ্ঠানে কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব পদক্ষেপ নিতে হবে। কারণ এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে বদনাম হবে। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।

নির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

Bootstrap Image Preview