Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা অভূতপূর্ব: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৪:০৩ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৪:০৩ PM

bdmorning Image Preview


দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা অভূতপূর্ব। জাতীয় জীবনের সকল স্তরে নারীর ক্ষমতা অর্জনে বর্তমান সরকার বিভিন্ন প্রচেষ্টার উপর জোর দিয়েছে।

বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম, সাফল্য ও অগ্রগতি উপস্থাপনের লক্ষ্যে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস বিগত ১০ নভেম্বর ‘বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রাঃ দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী নারীদের ভূমিকা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষিকাসহ অন্যান্য পেশাজীবীরাও স্বতঃস্ফূর্তভাবে এই সেমিনারে অংশগ্রহণ করেন।  

রাষ্ট্রদূত বলেন, যেহেতু জনসংখ্যার প্রায় অর্ধেক নারী সুতরাং তাদের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।

সেমিনারে অংশগ্রহণকারীরা পরিবার তথা সমাজে সিন্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তা ছাড়া নারীকর্মীদের কাজের সম্ভাবনা ও বিভিন্ন  চ্যালেঞ্জ, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে তাদের শিক্ষার গুরুত্ব; জাতীয় ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে তাদের উন্নয়ন ও ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ের অবতারণা করেন। তারা নারীদের প্রতি আরো শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের প্রতি গুরুত্ব আরোপ করেন। পরিবার ও সমাজে তাদের অবদানের মূল্যায়নের পাশাপাশি সকল ক্ষেত্রে বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমেতাদের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপনসহ রাজনীতিতে তাদের নিষ্কণ্টক প্রবেশ নিশ্চিতকরণ, নারীবান্ধব পরিবহণ সুবিধা প্রদান, শৌচাগারের সংখ্যা বাড়ানো, নারীদের প্রতি যৌন হয়রানী রোধ ও নারীদের আইনগত অধিকার সম্বন্ধে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।

Bootstrap Image Preview