Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভাড়া আমরা দেবো আপনি যান!

নিহার সরকার, জাককানইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০১:৪৮ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৫:০৮ PM

bdmorning Image Preview


চেকপোস্ট এর বাইরে রিক্সা থেকে নেমে ভাড়া না দিয়েই দৌড় দিলো এক শিক্ষার্থী তখন ঘড়ির কাটায় ১০টা ৫ মিনিট। চেকপোস্ট থেকে কেন্দ্র যেতে সময় লাগবে আরো ৩-৪ মিনিট। আর তাই অনেকটা হাফিয়ে বসতে হবে পরীক্ষায়।

সেখানে থাকা স্বেচ্ছাসেবকরা রিক্সাচালককে ডাক দিয়ে বললো ওকে ভিতরে দিয়ে আসুন, ভাড়া আমরা দেবো আপনি যান। এই বলে একজন স্বেচ্ছাসেবক ভর্তিচ্ছু পরীক্ষার্থী মোঃ রমজান মিয়ার সাথে উঠে পৌছে দিলো কেন্দ্রে। রমজান বসতে পারলো পরীক্ষায়।

এটি গল্প নয় বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'ডি' ইউনিটের সকালের শিফটের ঘটেছে এমন ঘটনা । কেবল একজন নয়, স্বেচ্ছাসেবকরা এমন সহযোগিতার হাত বাড়িয়েছে দেরিতে আসা একাধিক শিক্ষার্থীর প্রতি।

উল্লেখ্য, বৃহস্পতিবার 'ডি' ইউনিটের ৩ শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্যায়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। পরবর্তীতে 'এএল' এর লিখিত পরীক্ষা ও 'এপি' এর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।  

 

 

 

Bootstrap Image Preview