Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবিতে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ছাফওয়ান নাঈম, নোবিপ্রবি প্রতিনিধি।
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১০:৪৬ AM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১০:৪৭ AM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে (৩০ সেপ্টেম্বর ২০১৮)  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের "রয়েল ইকোনোমিক্স ক্লাব" এর  উদ্যোগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

প্রতিযোগিতার বিষয় ছিল "বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শেখ হাসিনার অবদান"। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অর্থনীতি বিভাগের ভিবিন্ন ব্যাচের প্রায় ২০ জন শিক্ষার্থী।

বুধবার  ( ১৪ নভেম্বর  ২০১৮) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের "রয়েল ইকোনোমিক্স ক্লাবে" এর উদ্যোগে  একাডেমিক ভবন ২ এ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ১ম ব্যাচের শিক্ষার্থী হাবিবা সুলতানা রিমু। ২য় স্থান অর্জন করেন ৬ষ্ঠ  ব্যাচের শিক্ষার্থী মো:রাকিবুল হাসান। যৌথভাবে ৩য় স্থান অর্জন করেন ৫ম ব্যাচের ২ জন শিক্ষার্থী জয় ভৌমিক ও তাসনিম সুলতানা।

বিজয়ীদের প্রত্যেকের হাতে সার্টিফিকেট ও টাকা তুলে দেয়া হয়।  ১ম স্থান অর্জনকারীকে ২ হাজার। ২য় স্থান অর্জনকারীকে ১ হাজার ৫ শত এবং ৩য় স্হান অর্জনকারীকে ১ হাজার টাকা।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী এবং রয়েল ইকোনোমিক্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক বলেন "নোবিপ্রবির ইতিহাসে আমরাই প্রথম রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে টাকা ও সার্টিফিকেট তুলে দিয়েছি। যাতে করে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী হয় এবং তারা এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে।"

Bootstrap Image Preview