Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌমুহনীতে পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM

bdmorning Image Preview


সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খানের নেতৃত্বে ও বেগমগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় চৌমুহনী বাজারের আল্লাহর দান স্টোরে অভিযান পরিচালনা করে ৬৪০ কেজি পলিথিন জব্দ করা হয়।

এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারায় আল্লাহর দান স্টোরের মালিক রাসেল মিয়া ও গোডাউনের মালিক সন্তোষ সাহা দোষী সাব্যস্ত হয়। একই আইনের ১৫ ধারায় রাসেল মিয়াকে ১৫ হাজার ও সন্তোষ সাহাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকান মালিককে এসব দোকান ও গোডাউনের ভাড়া বাতিল করার জন্য বলা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, জব্দ পলিথিন পরিবেশ সংরক্ষন কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মালেকের কাছে হস্তান্তর করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। আর ভবিষৎতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Bootstrap Image Preview