Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:২৫ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:০২ PM

bdmorning Image Preview


সেনবাগ প্রতিনিধি:

“উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন” এ স্লোগানে নোয়াখালী জেলা শহর মাইজদী বিআরডিবি ট্রেনিং সেন্টারে বেলুন উড়িয়ে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ বুুধবার দুপুরে কুমিল্লা কর অঞ্চলের অধীন নোয়াখালী আয়কর অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল। সভাপতিত্ব করেন, নোয়াখালী উপ-কর কমিশনার নাফিস আহমেদ আখতার। 

মেলায় আয়কর রিটার্ণ জমা দেয়া যাবে। নতুন গ্রাহক সৃষ্টিতে কোনো হয়রানি ছাড়া তাৎক্ষণিক সার্বিক সহায়তা করার জন্য রয়েছে আয়কর বিভাগের কর্মকর্তাগণ। মেলা আয়োজনে নতুন নতুন গ্রাহক সৃষ্টি হবে বলে মনে করেন কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলার কার্যক্রম শুরু হবে, চলবে আগামী ১৭ নভেম্বর বিকাল পর্যন্ত।


 

Bootstrap Image Preview