Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০১:৪৮ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০১:৪৮ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে গঠিত বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) পরীক্ষামূলকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

সোমবার (১২ নভেম্বর) থেকে বাংলাদেশ টেলিভিশনের টেস্ট ব্রডকাস্ট এর মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে । বিসিএসসিএল সূত্রে জানা গেছে, তিন থেকে চারদিনের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের টেস্ট ব্রডকাস্ট তথা পরীক্ষামূলক সম্প্রচার শেষ হবে। বিটিভি’র (বাংলাদেশ টেলিভিশন) পরে এতে যুক্ত হবে একাত্তর টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। সম্প্রতি সাফ ফুটবলের একাধিক খেলা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সরাসরি সফলভাবে সম্প্রচার করার পরে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিএসসিএল -এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ ব্যাপরে বলেন, ‘তিন থেকে চারদিনের মধ্যে পরীক্ষামূলক সম্প্রচার শেষ হবে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো স্যাটেলাইটের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আমাদের আশা দেশের সব স্যাটেলাইট টিভি চ্যানেল আমাদের সেবা নেবে।’

জানা গেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ওপরে হওয়ায় ওই দেশ দুটিতে মনিটরিং এজেন্সি খোলা হবে যারা পরখ করে দেখবে ওখানকার ট্রান্সপন্ডার কীভাবে কাজ করছে। এরই মধ্যে বিসিএসসিএল দেশের তিন সেলস পার্টনার স্কয়ার, এডিএন ও ডিএনএস স্যাটকমের সঙ্গে চুক্তি করেছে। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিষ্ঠান তিনটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিভিন্ন সেবা বিক্রি ও বিপণনের কাজ করবে। জানা গেছে, তিন সেলস পার্টনারের ভি-স্যাট ও হাবের লাইসেন্স রয়েছে। প্রতিষ্ঠান তিনটি লাইসেন্সিং প্রতিবন্ধকতায় সেবা দিতে না পেরে প্রায় ১০ থেকে ১৫ বছর তাদের ভি-স্যাট ও হাব বসিয়ে রেখেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর অন্যতম সেলস পার্টনার ডিএনএস স্যাটকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফেল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেলস পার্টনার হয়েছি। দুর্গম এলাকা, চরাঞ্চল, ছিটমহলসহ বিচ্ছিন্ন এলাকায় ইন্টারনেট সেবা, ডাটা কানেকটিভিটি, ভিডিও কনফারেন্স, টেলিমেডিসিন, দূর শিক্ষণ ইত্যাদি সেবা দিতে ভি-স্যাট ও হাব ব্যবহার হবে। তিনি আশা করেন, এর মাধ্যমে আবারও ভি-স্যাটের সুদিন ফিরবে। সেবা আরও সহজ হবে। কারণ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থাকলেই হবে না, সেবা পৌঁছাতে এসব হাব প্রয়োজন হবে।

Bootstrap Image Preview