Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশিদের কেউই দল পেলেন না পিএসএলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১০:১৫ AM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১০:১৫ AM

bdmorning Image Preview


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসর শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এই আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটের আগে নিজেদের প্রাথমিক দল গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। আর সেখানে নেই কোনো বাংলাদেশী। এমনকী নেই গত আসরে খেলা তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ  রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান।

গত আসরে ছয়টি দল খেললেও এ আসরে আরো দুটি দল বাড়ানো হয়েছে। ফলে চতুর্থ আসরে লড়বে আটটি দল।টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে করাচিতে আগামী ১৭ ফেব্রুয়ারি। ফাইনাল ছাড়াও পাকিস্তানে অনুষ্ঠিত হবে আরো ৭টি ম্যাচ।

গত মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে এবার আর ধরে রাখেনি কোয়েটা। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটসহ মোট ১৭ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস।

গত আসরে পেশোয়ার জালমিতে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও সাব্বির রহমান। তিন জনকেই ছেড়ে দিয়েছে পেশোয়ার। তাদের ধরে রাখা আট খেলোয়াড়ের মধ্যে জায়গা হয়নি সাকিব বা তামিমের। এছাড়াও এভিন লুইস-ডোয়াইন ব্রাভোর মতো খেলোয়াড়দেরও ছেড়ে দিয়েছে পেশোয়ার। এছাড়া গত আসরে লাহোর কালান্দারের হয়ে খেলা মুস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে তারা। 

বাংলাদেশের খেলোয়াড়দের ধরে না রাখার অবশ্য কারণও রয়েছে দলগুলোর। কেননা আগামী বছরের যেসময়ে অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চে যখন চলবে পিএসএলের খেলা, তখন সাকিব, তামিমরা ব্যস্ত থাকবেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের হয়ে। সেসময় বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না বলেই মূলত তাদের কেউই দলে রাখেনি। তবে শুরু বাংলাদেশি নয় অন্যান্য দেশের বড় বড় ক্রিকেটারও পিএসএলের চতুর্থ আসরে খেলতে পারবেন না নিজের দেশের ক্রিকেট থাকায়।

Bootstrap Image Preview