Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবায় 'ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন'

মামুনুর রশিদ রাজিব, স্ট্যামফোর্ড প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৬:০৩ PM

bdmorning Image Preview


রাজধানীর আদাবর শনিরবিল হাউজিং এ 'সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি চিকিৎসা সেবা ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি' নামক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে, ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন (ডি বি এফ)।  

সোমবার (১২ নভেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের প্রত্যেককে বিনামূল্যে টুথপেস্ট ও ব্রাশ প্রদান করা হয়।

এখানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে ওঠা 'শিশুদের জন্য আমরা' নামক শিশু নিবাসের প্রায় ৪৫ জন অসহায় শিশুদের ফ্রি ডেন্টাল চিকিৎসা ও শারিরীক বিভিন্ন চিকিৎসা প্রদান এবং মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করা হয়।

ড্রিম ফাউন্ডেশন বিশ্বাস করে, ফুল যেমন দেখতে সুন্দর আর সৌরভ ছড়ায় তেমনি শিশুরাও ঠিক ফুলের মত ভালোবাসা ছড়ায়। শিশুরা আগামী দিনের সম্পদ। তাদের মানবিক বিকাশ ও সুস্থভাবে বেড়ে উঠার জন্য প্রয়োজন সুন্দর মাদকমুক্ত সমাজ। কিন্তু, এই সব সুবিধা বঞ্চিত শিশুরা ঘটনাক্রমে বেশিরভাগ ক্ষেত্রে মাদকের দিকে আসক্ত হয়ে পরে যার পরিণাম হয় খুবই ভয়াবহ।

এতে যেমন একদিকে তাদের তারুণ্য বিনস্ট হয়, তেমনি তাদের ভবিষ্যৎও হয় অন্ধকার। সেই সাথে সমাজ রাষ্ট্র পায় বিশৃংখলতা। তাই তারা এসব শিশুদের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য সামনে মাদকের কুফলগুলো তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, দেবরা ইফরইমসন, ডব্লিউ বি বি ট্রাস্ট ও কান্ট্রি ডিরেক্টর, কানাডিয়ান অরগানাইজেশন ওয়ার্ক বিচ, এবং দুজন বিদেশী সমাজকর্মীসহ ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।

দেবরা ইফরইমসন বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য আগে সুন্দর একটি সমাজ ও পরিবেশ সব থেকে বেশি জরুরী। আর আমাদের সবার উচিত সেই জন্য কাজ করা। কারণ তারা সুবিধাবঞ্চিত কিন্তু সবার আগে তাদের পরিচয় তারা মানুষ।

ড্রিম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা রাখিল খন্দকার নিশান বলেন, আজকের এই শিশুদের যদি সুষ্ঠ পরিবেশে মানবিকতার সাথে মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠার সুযোগ দেওয়া যায় তাহলে তারাই এক সময় দেশের হাল ধরবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন সুন্দর এবং মাদকমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতা ও প্রেরণায় ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজনে শিশুদের স্বাস্থ্য সেবা ও সচেতনতার লক্ষ্যে স্বেচ্ছায় কাজ করেছেন ইউনিভার্সিটি অফ ডেন্টাল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬ জন ডাক্তার । 

পরিশেষে, উপস্থিত সুবিধা বঞ্চিত এসব শিশুদের মাদকবিরোধী শপথ পাঠ করিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

Bootstrap Image Preview