Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় পলাশপুর জোনে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:৩৩ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪০, বর্ডার গার্ড ব্যাটালিয়ন, পলাশপুর জোনে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ১৩ নভেম্বর) পৌনে ১টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায়, পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তির প্রবাহ, সম্প্রীতির বন্ধন আর উন্নয়নের অগ্রযাত্রা নিশ্চিত হয়েছে মন্তব্য করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম বলেছেন, শান্তিচুক্তি বাস্তবায়নের পথে অনেক সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে।

পাহাড়ের শান্তির অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। কেউ যদি এ পাহাড়কে নিয়ে ভিন্ন কোন ষড়যন্ত্রের স্বপ্ন দেখেন, তবে তারা ভুল করছেন। এসব ষড়যন্ত্রকে বাস্তবায়িত করতে দেয়া হবে না।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পরিত্যক্ত ক্যাম্পের ভূমি দখল করে রাতের আধারে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেনাবাহিনী পাহাড়ের এক ইঞ্চি জমি কাউকে দখল নিতে দেবে না। কোন মহল বিশেষের ষড়যন্ত্র বাস্তবায়ন হবেনা। চাকরি ও ব্যবসা বাণিজ্যে সরকার পাহাড়ী ভাইবোনদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম আরো বলেন, শান্তি না থাকলে উন্নয়ন হবে না। উন্নয়ন না হলে আমরা পিছিয়ে যাব। নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহল পাহাড়ের পরিস্থিতিকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। আমরা তা হতে দেব না। শক্ত হাতে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। স্বশস্ত্র সন্ত্রাসীদের সাথে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আহবান জানিয়ে তিনি বলেন, তাদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সমান সুযোগ সৃষ্টি করা হবে।

আমাদের সন্তানরা মাদকে জড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনুন। খেলাধুলায় মনোনিবেশ করুন, সামাজিকভাবে মাদকের অপব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করুন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল্লাহ মিরাজুল ইসলাম, গুইমারা রিজিয়নের জেটুআই মেজর মো: মঈনুল আলম, পলাশপুর জোনের উপ-অধিনায়ক মেজর মকদুমুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. খাইরুল আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন, পিপিএম মাটিরাঙ্গা ফরেষ্ট রেঞ্জার মো. জহিরুল ইসলাম প্রমুখ।

দীর্ঘ মতবিনিময় সভা শেষে পলাশপুর জোনের আওতাধীন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ কয়েকজন মেধাবী শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।

Bootstrap Image Preview