Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বৃত্তে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৪৮ AM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৪৮ AM

bdmorning Image Preview


টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশের মেয়েরা। রবিবার রাতের ম্যাচে ইংল্যান্ডের কাছে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।প্রথম ম্যাচে ৬০ রানে হারতে হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বাংলাদেশ সময় রবিবার রাত ২টায় ইংল্যান্ডের বিরুদ্ধে টস হেরে আগে ব্যাটিং নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৭৬ রান তোলে তারা। সর্বোচ্চ স্কোরার আয়েশা রহমান। বাংলাদেশি মেয়েদের মধ্যে একমাত্র আয়েশা ছাড়া বাকিরা কোনো প্রতিদ্বন্ধিতা করতে পারেননি। 

২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৯ রান করেন আয়েশার ব্যাট থেকে। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান আসে জাহানারা আলম করেন ১২ ও রুমানা আহমেদ ১০। বাকিদের মধ্যে শামিমা সুলতানা, ফারজানা হক ও নিগার সুলতানা শূন্য রানে প্যাভিলনে ফিরে যান। 

৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অভিষিক্ত বাঁহাতি স্পিনার ক্রিস্টিয়ে গর্ডন। চারজন পেয়েছেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানে দুই উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ৫১ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্য। ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর যখন ৩ উইকেটে ৫৫, তখন নামে বৃষ্টি। বৃষ্টি থামলে ইংল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ৬৪। বৃষ্টির পর মাত্র ৩ বল খেলতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের হয়ে  জোনস (২৮) এবং নাইট (১১) অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

সালমা খাতুন তিন ওভার বল করে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন। অন্য উইকেটটি খাদিজা তুল কুবরার।

আগামী বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর ১৯ নভেম্বর শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

Bootstrap Image Preview