Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুশফিকের ডাবল সেঞ্চুরি,কাঁপছে জিম্বাবুয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০২:৪২ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০২:৪২ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে দাপটে ব্যাটিং শেষে দ্বিতীয় দিনেও দাপটের সাথে ব্যাটিং করে যাচ্ছে টাইগাররা। 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ৪৮৬ রান। 
আউট হয়েছেনঃ লিটন দাস(৯), ইমরুল কায়েস (০), মুমিনুল হক(১৬১), মোহাম্মদ মিথুন(০),তাইজুল ইসলাম(৪), মাহমুদউল্লাহ(৩৬)।
মুশফিকের ডাবল সেঞ্চুরিঃ গতকাল দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেন মুশি। সেই ধারাবিকতায় দ্বিতীয় দিনের শুরু থেকেই মুশফিকের ব্যাট যেন হাসতে থাকে।প্রতিপক্ষ জিম্বাবুয়ের বোলারদের কোন পাত্তা না দিয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে শ্রীলংকার বিপক্ষে ২০০ রান করেছিলেন মুশফিক। চলতি বছরে টেস্ট ক্রিকেটে মুশফিকই প্রথম ডাবল সেঞ্চুরি করলেন।
মুশফিকের দেড়শো রানঃ ভাইরা মাহ মুদউল্লাহ বিদায়ের পর নবাগত আরিফুলকে এগিয়ে যাওয়ার চেস্টা করতে থাকেন মুশফিক। কিন্তু সেই জার্ভিস আবারো পথের কাটা হয়ে দাঁড়ায়।  আরিফুলকে বোল্ডা আউট করেন। এরপর মিরাজকে সাথে নিয়ে ডেড়শো রান করেন। টেস্ট ক্রিকেটে মুশফিকের সর্বোচ্চ রান দুইশো ।
ভেঙে গেল মুশফিক ও মাহমুদউল্লাহর জুটিঃ প্রথম দিনে শতরান নিয়ে উইকেটে থাকা মুশফিকুর রহিম দ্বিতীয় দিনের শুরুতে মাহমুদউল্লাহকে নিয়ে সকালের ঝলমলে রোদের মত উজ্জ্বল ব্যাটিং করতে থাকেন। দুই ভাইরা মিলে ৭৩ রানের জুটি গড়েন।এর পর দলীয় ৩৭২ রানের মাথায়   ৩৬ রান করে জার্ভিসের বলে ক্যাচ আউট হন মাহমুদউল্লাহ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লা্হ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম,  খালিদ আহম্মেদ, মোস্তাফিজুর রহমান।

Bootstrap Image Preview