Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আকিলার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০১:৫২ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০১:৫২ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়ের অ্যাকশন নিয়ে উঠল প্রশ্ন। ইংল্যান্ডের বিরুদ্ধে গলে প্রথম টেস্টে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালরা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত প্রেস রিলিজ অনুসারে ২৫ বছর বয়সীকে এই স্পিনারকে দুই সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষায় বসতে হবে। তবে ওই টেস্টের রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন তিনি।

প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২১১ রানে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ১৪ নভেম্বর থেকে পাল্লেকেলে স্টেডিয়ামে। গলে প্রথম টেস্টে দুই উইকেট নিয়েছেন আকিলা। এখনও পর্যন্ত চার টেস্টে ১৯ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ২৪ রানে পাঁচ উইকেট। একদিনের ক্রিকেটে তিনি নিয়েছেন ৪৬ উইকেট। টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ১৪ উইকেট।
 

Bootstrap Image Preview