Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমে সাড়া না পেয়ে ওড়না কেড়ে নিল ৩ পরীক্ষার্থীর

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১০:৫০ AM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১০:৫০ AM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) দিয়ে তিন ছাত্রী বাড়ি ফেরার পথে তাদের গায়ের ওড়না ছিনিয়ে নিয়ে চড়-থাপ্পড় মেরেছে ৩ যুবক।

গতকাল রবিবার দুপুর ২টার দিকে ধুনট-এলাঙ্গী পাকা সড়কের নলডাঙ্গা তিনমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দাখিল মাদ্রাসার তিন জেডিসি পরীক্ষার্থী রবিবার দুপুর ১টার দিকে ধুনট মহিলা কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিল।  

পথিমধ্যে নলডাঙ্গা তিনমাথা বাজার এলাকায় পৌছলে পরীক্ষার্থীদের পথরোধ করে নলডাঙ্গা গ্রামের জয় (১৮), হাপিজুর রহমান (১৯) ও মানিক উদ্দিন (২০)। এরপর তাদের প্রেম প্রস্তাবের এক পর্যায়ে কু-প্রস্তাব দেয় ওই যুবকেরা। কিন্ত যুবকদের প্রেমে সাড়া দেয়নি তিন পরীক্ষার্থী। এতে তিন ছাত্রীর উপর ক্ষুব্ধ হয়ে ওঠে যুবকেরা।   

এক পর্যায়ে তিন পরীক্ষার্থীর গায়ের ওড়না ছিনিয়ে নিয়ে চড়-থাপ্পড় মারতে থাকে। এ সময় তিন ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছলে যুবকেরা কৌশলে পালিয়ে যায়। যুবকদের নির্যাতনের শিকার তিন ছাত্রীর পক্ষে একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছে। 

পরীক্ষার্থীদের বহনকারী অটোভ্যান চালক বিলচাপড়ী গ্রামের সিহাব উদ্দিন বলেন, ধুনট মহিলা কলেজ কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের বাড়ি নিয়ে যাওয়ার পথে তিন যুবক ভ্যানের গতিরোধ করে ছাত্রীদের নামিয়ে উত্যক্তের একপর্যায়ে চড়-থাপ্পড় মারতে থাকে। বখাটেদের নির্যাতনের প্রতিবাদ করায় তারা আমাকেও মারধর করেছে।

উপজেলার বিলচাপড়ী দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে বলেন, জেডিসি পরীক্ষার প্রথম দিন থেকেই ওই পথ দিয়ে যাতায়াতের সময় ওই তিন যুবক ছাত্রীদের উত্যক্ত করতো। এ বিষয়টি ৩ যুবকের অভিভাকদের জানানোর কারণে তারা ক্ষুব্ধ হয়ে তিন ছাত্রীর গায়ের ওড়না কেড়ে নিয়ে নির্যাতন করেছে।  

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই যুবকদের গ্রেফতারের অভিযান চলছে। 

Bootstrap Image Preview