Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে বিপিএল ষষ্ঠ আসরে দল পেলেন নাফিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১০:৩২ AM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১০:৩২ AM

bdmorning Image Preview


অবশেষে বিপিএলের ষষ্ঠ আসরে দল পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম অধিনায়ক শাহারিয়ার নাফিস।রোববার রাতে রাজশাহী কিংস তাদের অফিসিয়াল পেজে নিশ্চিত করে শাহারিয়ার নাফিসকে দলে নেয়ার ব্যাপারটি।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নাফিস। তবে ঘরোয়া লিগ গুলোতে নিয়মিত পারফর্ম করে আসছেন তিনি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ পাঁচটি আসরে বিভিন্ন দলের হয়ে খেলে আসছেন।

গেলবছরও খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। কিন্তু এবার আর খেলোয়াড় নিলামে কোনও দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। ষষ্ঠ বিপিএলে শেষ পর্যন্ত দল পাওয়া হয়নি তার।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে নাফিস ভক্তদের মাঝে। নিলামের সপ্তাহ দুয়েক পার হতে চললেও কোনও দল ডাকেনি তাকে। তবে শেষমেশ নাফিসকে দলে নিলো রাজশাহি কিংস। 

রবিবার (১১ নভেম্বর) বিকালে শাহরিয়ার নাফীসকে দলে অন্তর্ভুক্তির কথা জানায় রাজশাহী কিংস কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে নাফীসকে দলে রাখার খবর জানিয়ে বলা হয়, ‘টাইগারদের প্রথম টি-২০ ম্যাচে তিনি ছিলেন অধিনায়ক। তিনি তার সময়ের সেরা ছিলেন, এখনও একজন শক্তিশালী হার্ড হিটার ব্যাটসম্যান। তিনি এমন একজন ব্যাটসম্যান যার উপর তার দল এখনও নির্ভরশীল হতে পারে। তিনি অভিজ্ঞ, তিনি নির্ভরযোগ্য। স্বাগতম জানান আমাদের রাজ্যে সদ্য যুক্ত হওয়া শাহরিয়ার নাফীসকে!’

একনজরে আসন্ন বিপিএলের জন্য রাজশাহী কিংস স্কোয়াড-

শাহরিয়ার নাফীস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জাঙ্কার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভেনস, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রাহায় টেন ডেসকাট, সেকুগে প্রশন্ন, মোহাম্মদ সামি।

Bootstrap Image Preview