Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হোয়াইটওয়াশ এড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১০:১৩ AM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১০:১৩ AM

bdmorning Image Preview


প্রথম দু’টি ম্যাচে রান না-পেলেও শেষ ম্যাচে ক্যারিবিয়ান বোলিংয়ের বিরুদ্ধে ঝড় তুললেন ঋষভ পান্ত৷ আন্তর্জাতিক টি-২০ প্রথম হাফ-সেঞ্চুরি পান্তের৷ বড় রান পেলেন শিখর ধাওয়ানও৷ ১৮২ রান তাড়া করে মাত্র তিন উইকেট হারিয়ে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় ‘মেন ইন ব্লু’৷ সেই সঙ্গে ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করল ভারত৷

রবিবার চিপকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন কার্লোস ব্রার্থওয়েট৷ শুরুটাও দারুণ করেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনাররা৷ হোপ ও হেটমাইয়ার ওপেনিং জুটিতে ৫১ রান তোলার পর ডারেন ব্র্যাভো ও নিকোলাস পুরানের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ৷ পুরো ভারত সফরে এদিন প্রথম স্বতঃফুর্ত ব্যাটিং করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা৷

ব্র্যাভো ও নবাগত পুরানের ব্যাটে বড় রান তোলে ওয়েস্ট ইন্ডিজ৷ মাত্র ২৫ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন পুরান৷ বছর তেইশের ত্রিনিদাদের বাঁ-হাতি ব্যাটসম্যান চারটি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন৷ সেই সঙ্গে দলকে বড় রানে পৌঁছে দেন৷ ৩৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্র্যাভো৷ এর আগে দুই ওপেনার হেটমার ২৬ এবং হোপ ২৪ রান করেন৷ বল হাতে ভারতের সফলতম বোলার চাহাল৷ চার ওভার হাত ঘুরিয়ে ২৮ রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন টিম ইন্ডিয়ার লেগ-স্পিনার৷

সিরিজ আগেই জিতে যাওয়ায় এদিন দলে একাধিক পরিবর্তন করে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ কুলদীপ ও বুমরাহের পরিবর্তে দলে ঢোকেন যুবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর৷ অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে দুই ক্রিকেটারকে বিশ্রাম দিয়ছে টিম ম্যানেজমেন্ট৷ অর্থাৎ এদিন তিন স্পিনার নিয়ে দল সাজান ‘হিটম্যান’৷ তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থেকে চিপকে নেমেছিল রোহিতবাহিনী৷

কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের৷ ব্যক্তিগত ৪ রানে রোহিত শর্মাকে ডাগ-আউটে ফিরিয়ে স্বপ্নের শুরু করেছিল ব্রার্থওয়েট অ্যান্ড কোং৷আগের ম্যাচে সেঞ্চুরি করেন একাই ক্যারিবিয়ানদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন ‘হিটম্যান’৷ এদিন তাঁকে শুরুতেই তুলে নিয়ে ম্যাচে জাঁকিয়ে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ কিন্তু ধাওয়ান ও পান্ত ধামাকায় হোয়াইটওয়াশ আটকাতে পারেনি ব্রার্থওয়েটরা৷ আন্তর্ডাতিক টি-২০তে তাঁর সর্বোচ্চ স্কোর করেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি৷ ৯২ রানে ডাগ-আউটে ফেরে ধাওয়ান৷ ৬২ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি এবং ২টি ছ্ক্কা মারেন ‘গব্বর’৷

আর ধাওয়ানকে যোগ্য সঙ্গ দেন পন্ত৷ ৩৮ বলে তিনটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫৮ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন দিল্লির এই বাঁ-হাতি৷ আন্তর্জাতিক টি-২০তে এটি প্রথম হাফ-সেঞ্চুরি পন্তের৷ তৃতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে ১৩০ রান যোগ করে ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন৷ তবে ইনিংসের সেকেন্ড লাস্ট বলে আউট হয়ে ম্যাচে ক্লাইম্যাক্স এনে দিয়েছিলেন ধাওয়ান৷ কিন্তু শেষ বলে ম্যাচ জিতে সিরিজ ৩-০ করে ভারত৷ ম্যাচের সেরা ধাওয়ান৷

Bootstrap Image Preview