Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন: দলের নেতাদের নিয়ে নিজ বাসায় ড. কামালের বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১০:১৩ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১০:১৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাল জাতীয় ঐক্যফ্রন্ট। জোটটি জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচনের জন্য আন্দোলনের অংশ হিসেবেই ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।

এছাড়াও তফসিল বাতিল করে তা এক মাস(প্রায় ৩০ দিন) পিছিয়ে নতুন তফসিল ঘোষণার দাবিও জানিয়েছে জোটটি। এজন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে জোটের শরিক দলগুলো।

রবিবার থেকেই প্রস্তুতি শুরু করেছে জোটের প্রধান শরিক দল বিএনপির পাশাপাশি অন্যরাও। গণফোরামের শীর্ষ নেতারা এদিন বিকালেই বৈঠক করেন।

দলের সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনে যাওয়ার পাশাপাশি প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত হয়।

কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে জানানো হয়, আজ বিকালে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাবর রোডের বাসায় বৈঠক করেন দলটির নেতারা। এই বৈঠকে সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত হয়। ১৬ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি করবে দলটি। তারা প্রতিটি ফরমের দাম নির্ধারণ করেছে ১০ হাজার টাকা করে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০, যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটারের থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।

Bootstrap Image Preview