Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'যারা লুটপাতের রাজনীতি করে তাদের ভোট চাওয়ার অধিকার নেই'

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৯:১৩ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৯:১৩ PM

bdmorning Image Preview


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না এ দেশকে ভালোবাসে না, যারা শুধু লুটপাতের রাজনীতি করে তাদের এ দেশে ভোট চাওয়ার অধিকার নেই।

রবিবার (১১ নভেম্বর) বেলা ১২টায় ভৈরব বাজার সায়দুল্লাহ মিয়া ঘাট সংলগ্ন স্থানে বাংলাদেশ অাওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অায়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি অারো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বাধীন হওয়া রাষ্ট্রকে উন্নত বিশ্বের উন্নত দেশের দিকে নিয়ে যাচ্ছেন। বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে তৈরি করছেন।

নাজমুল হাসান ঐক্যফন্ট সম্পর্কে বলেন, তারা নাকি স্বাধীনতাবিরোধীদের সাথে নেই, বিএনপির সাথে তাহলে বিএনপি অার জামাতের মধ্য পার্থক্য কোথায়। জামাত শিবিরের তো কোন দল নাই, নিবন্ধন নাই সব তো একই মার্কায় নির্বাচন করে স্বাধীনতাবিরোধী শক্তিকেই ক্ষমতায় বসাতে চাচ্ছে। তাই নতুন প্রজন্মের যুব সমাজকে অার ধোকা দেওয়ার কোন সুযোগ নেই।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ছিলেন- যুব মহিলা লীগ সভাপতি নাজমা অাক্তার, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সহধর্মিণী রোকসানা হাসান, ভৈরব উপজেলা অাওয়ামী লীগ সভাপতি অালহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অালম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা সুলায়মান, উপজেলা অাওয়ামী লীগ সহসভাপতি হাজী সিরাজ উদ্দিন, অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, পৌর অাওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক অাতিক অাহমেদ সৌরভ, ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল।

এ ছাড়াও সভায় ভৈরব উপজেলা যুবলীগ কমিটি ভেঙে দিয়ে অাগামী ৯০ দিনের জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন মো. সায়দুল্লাহ মিয়া।

অনুষ্ঠানের প্রধান বক্তা নাজমা অাক্তার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও শহীদ অাইভি রহমানের স্মৃতিচারণ করে বলেন, বিশ্বের সকল প্রধানমন্ত্রীর মধ্য জননেত্রী শেখ হাসিনা সততার প্রতীক। তিনি অানপ্যারাল নেত্রী হিসাবে স্বীকৃত।

তিনি বিএনপির ঐক্যফন্টদের নেতাদের উদ্দেশ্য করে বলেন, অাপনারা ভোট চাইবেন কখন, ভোট চাওয়ার সময় কই অাপনারা তো তালবাহানা করেই সময় পার করেন।

তিনি অারো বলেন, যিনি বাংলাদেশের উন্নয়ন করেন যিনি বাংলাদেশের উন্নয়নের ধারাকে অবহৃত রেখে জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব দেশকে উন্নয়নের শিখরে পৌছে দিতে। তাই শেখ হাসিনার সরকারকে পূর্নরায় ক্ষমতায় অানতে হবে। সেজন্যই নাজমুল হাসান পাপন সাহেবের নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview