Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন: সভা-সমাবেশের অনুমতি না দিতে পুলিশকে ইসির নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৮:০২ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৮:০৭ PM

bdmorning Image Preview


জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় এখন থেকে রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশের অনুমতি না দিতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচন ভবনে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সেসব কেন্দ্রে সেনাসদস্য মোতায়েন করা হবে।

রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের আচরণ বিধিমালা মেনে চলার আহবান জানান ইসি সচিব। তিনি বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রচার চালানো যাবে না। মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দু’জন নিহত হওয়ার তথ্য শনিবার বিকাল পর্যন্ত পাননি বলেও জানান তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রচার-প্রচারণা, মিছিল-মিটিং নিষিদ্ধ। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি প্রতীক বরাদ্দের আগে নির্বাচন ঘিরে প্রচার চালিয়ে থাকলে তা আচরণ বিধিমালার লঙ্ঘন হবে। আমরা সব রিটার্নিং কর্মকর্তাকে বলেছি, প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার জন্য, তারা (ম্যাজিস্ট্রেট) আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, পুলিশকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল আর সভা-সমাবেশ না করে। তিনি বলেন, আমাদের পক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। প্রধান নির্বাচন কমিশনার আইজিপিকে ইতোমধ্যে নির্দেশনা দিয়ে বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও যেন সহিংসতার ঘটনা না ঘটে। প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা না চালায়।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহে মিছিল এবং ঐক্যফ্রন্টের সমাবেশে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না- এমন প্রশ্নে সচিব বলেন, আমাদের দেশে ভোট মানে উৎসব। আচরণ বিধিমালা অনুযায়ী প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে করা যাবে না। কিন্তু নমিনেশন পেপার নেয়া ও জমা দেয়া এটা একটা লিমিটেড এরিয়ার মধ্যে হচ্ছে। সুতরাং ওখানে আচরণ বিধিমালা ভঙ্গ হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে না।

ঐক্যফ্রন্টের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু তাদেরকে আগেই কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। নেতারাও আগ থেকে রাজশাহীতে অবস্থান করছিলেন, স্বাভাবিকভাবে এটা নির্বাচন কমিশনের তরফ থেকে এই অনুমতিটা দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আশা করব, যারা নির্বাচনে অংশ নেবেন তারা যেন আচরণবিধি মেনে চলেন। আচরণবিধি প্রতিপালনে রিটার্নিং অফিসার ব্যবস্থা নিতে পারেন।

ইভিএম ব্যবহারের বিষয়ে সচিব জানান, সোমবার রাজধানীতে ইভিএম মেলা হবে। ওই মেলায় সব দলকে আমন্ত্রণ জানিয়েছি। কোনো দল যদি কারিগরি টিম পাঠিয়ে ইভিএম দেখতে চান তাহলে আমরা দেখাতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ইভিএম কেন্দ্রগুলোর বিষয়ে কথাবার্তা হচ্ছে। আমাদের পরিকল্পনা আছে ওই কেন্দ্রগুলোতে সেনাবাহিনী রাখার। তবে এটা নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। এর বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে (সেনাবাহিনী) থাকবে। নির্বাচনে ডিজিটাল প্রচার নিয়ে ইসির পরিকল্পনা থাকলেও এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

Bootstrap Image Preview