Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোনয়নপত্র সংগ্রহ করলেন এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৬:১৬ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৬:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন জাতীয় একাদশ নির্বাচন উপলক্ষ্যে মনোয়নপত্র বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। শুরুতেই মনোনয়ন সংগ্রহ করেছেন দলটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। তার ফরম গ্রহণের মধ্যদিয়ে শুরু হয় জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ।

আজ রবিবার (১১ নভেম্বর) রাজধানীর গুলসানে ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

জাতীয় পাটির মনোনয়ন পত্র আগামীকাল ১২ ও পরশু ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ চলবে। এরপর আগামী ১৪ নভেম্বর জাতীয় পার্টি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির পার্লামেন্টারী বোর্ড।

আজ বেলা ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজের মনোনয়নপত্র গ্রহণ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। মনোনয়নপত্র সংগ্রহের পরে জাপা চেয়ারম্যান সবাইকে মনোনয়নপত্র সংগ্রহের আহ্ববান জানিয়েছেন।

এরপর জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এদিকে সকাল থেকে গুলশান ১ নম্বরে অবস্থিত ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়ন পত্র বিতরণকে কেন্দ্র করে দলে দলে নেতা কর্মীরা আসতে শুরু করেন।তৃনমূল নেতারা লাঙল, ব্যানার ও ফেস্টুন নিয়ে গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এসময় নির্বাচনী লড়াইয়ে সবাইকে একসাথে থাকার অনুরোধ  করে এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত। সকলের পূর্ণ সমর্থন পেলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।

এসময় রওশন এরশাদ বলেন, জনগণের সেবা করার জন্য রাজনীতি করি। আমরা ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন অগ্রগতিতে অবদান রাখবো।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আগামী ২৩ ডিসেম্বর (রবিবার) একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview