Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১১:০৮ AM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০২:৪৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু করছে জাতীয় পার্টি (জাপা)।

আজ রবিবার বেলা ১১টা থেকে রাজধানীর গুলশানের ইমানুয়েল অডিটোরিয়ামে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। আগামীকাল থেকে ১৪ তারিখ পর্যন্ত দলের বনানী কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ফরম বিক্রি কার্যক্রম।

জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মনোনয়নপত্র কেনার মাধ্যমে এর সূচনা করবেন। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারও এদিন মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview