Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিষেক টেস্ট রাঙাতে পারলেন না মিঠুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১০:৩৭ AM

bdmorning Image Preview


দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলো বাংলাদেশ। ইনিংসের ১১ তম ওভারে তৃতীয় ওভারে অভিষেক টেস্ট খেলতে নামা মোহাম্মদ মিঠুন ০ রানে প্যাভিলনে ফিরলেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৭-৩

ক্রিজে আছেন: মুশফিক (১) (৯)ও মমিনুল (৮)

অভিষেক রাঙাতে পারলেন না মিঠুন: নিজেরে অভিষেক টেস্ট ম্যাচকে স্বরনীয় করে রাখতে পারলেন না মোহাম্মদ মিঠুন। দলীয় ২৬ রানের মাথায় ৪ বল থেকে শূন্য রানে স্পিপে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ডেনাল ট্রিপানো বলে পরাস্ত হন তিনি।

শুরুতেই দুই ওপেনারের বিদায়: দলীয় ১৩ রানের মাথায় বাংলাদেশের ওপেনিং জুটিতে ভাঙন আনেন জিম্বাবুয়ে পেসার কাইল জার্ভিস। তার বলে বলে ব্যাটের কিনারা লেগে স্পিপে থাকা চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন কায়েস।১৬ বল থেকে শূন্য রানে বিদায় নিতে হয়। কায়েসের বিদায়ে ক্রিজে লিটনকে সঙ্গ দিতে নেমেছেন মমিনুল হক। কিন্তু ক্রিজে এরপর আর বেশিসময় স্থয়ী হতে পারেননি তিনি। দলীয় ১৬ রানের সময় লিটনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন কায়েস। ৩৫ বল থেকে ৯ রান করেন লিটন।

টসে জীতে ব্যাটিংয়ে বাংলাদেশ:

মিরপুরে টেস্টের একাদশে দুই স্পিনার মিরাজ ও তাইজুল ইসলামকে রাখা হয়ছে। নাজমুল ইসলাম অপু জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া সিলেট ক্যারিয়ারের অভিষেক টেস্ট খেলা রহির জায়গায় দ্বিতীয় পেসার হিসেবে অভিয়েক হয়েছে খালিদ আহম্মেদ। খালিদ জিম্বাবুয়ে বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করেছিলেন। 

ব্যাটিং লাইনআপে সিলেট টেস্টে দুই ইনিংসে ৫ ও ১৩ রানের ইনিংস খেলা শান্তকে বাদ দিয়েছে। তার জায়গায় মিডল অর্ডারে টেস্টে অভিষেক হয়েছে মোহাম্মদ মিঠুনের। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লা্হ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম,  খালিদ আহম্মেদ, মোস্তাফিজুর রহমান

Bootstrap Image Preview