Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল সন্ধ্যা ৬টার পর মনোনয়নপত্র সংগ্রহ-জমা দিতে পারবেন না প্রার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১০:৪১ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১০:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রবিবার সন্ধ্যা ৬টার পর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না আওয়ামী লীগের প্রার্থীরা।

শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, রাস্তা বন্ধ করে কোন সমাবেশ করবে না আওয়ামী লীগ। কারণ এই সময়টাতে রাস্তায় অনেক যানজট থাকবে। আদাবরের অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় এক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট ও জাতীয় পার্টিসহ সবাই নির্বাচনে আসবে এটা আমি বলছি। এখন বিরোধী পক্ষ হিসাবে যতটুকু দাবি আদায় করে নেওয়া যায় তারা সেই চেষ্টা-ই করছেন এবং হুংকার দিচ্ছেন।

গত দুইদিনে এখন পর্যন্ত ৩ হাজার ২০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, গত দুইদিনে এই এলাকায় জন সমাগম হওয়ায় মানুষের ভোগান্তি হয়েছে। অস্বাভাবিক ভিড়ের কারণে গতকালের (শুক্রবার) মতো আজও (শনিবার) দুর্ভোগ বেড়েছে মানুষের। এসব বিষয় বিবেচনায় নিয়ে রোববার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে। এরপর কোনো ফরম সংগ্রহ করতে পারবেন না প্রার্থীরা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, এখন থেকে রাজনৈতিকভাবে কেউ যাতে হয়রানির শিকার না হন সে বিষয়টি দেখতে। তার কথা অনুযায়ী-ই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview