Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকাল থেকে সন্ধ্যা নাইটি পরলেই জরিমানা, খবর দিলে পুরস্কার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১০:২৫ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১০:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নাইটি পরলে জরিমানা গুণতে হবে ভাতরের অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার তোকালাপল্লি গ্রামের নারীদের। নাইটি পরে বাইরে এলে দুই হাজার টাকা জরিমানার নির্দেশনা জারি করেছে সমাজপতিরা। এই আইন না মানলে একঘরে করার হুমকি দেওয়া হয়েছে।

তোকালাপল্লি গ্রামের নয় সদস্যের ওই সমাজপতি কমিটির সদস্যদের দাবি, কোনো নারী বাড়িতে লুকিয়ে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নাইটি পরছেন কি না, সেই খবর নিয়ে আসতে পারলে মিলবে এক হাজার টাকার পুরস্কার।

অন্তত নয় মাস আগে জারি করা ওই নির্দেশনা সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্প্রতি সামনে আসে। গতকাল শুক্রবার রেভেনিউ আধিকারিকরা এই বিষয়ে তদন্ত করতে তোকালাপল্লি গ্রামে যান এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। কোনো সরকারি আধিকারিকের কাছে এই বিষয়ে মুখ না খুলেতে অবশ্য আগেই হুমকি দিয়ে রেখেছিলেন সমাজপতিরা।

তোকালাপল্লির পঞ্চায়েত প্রধান ফ্যান্টাসিয়া মহালক্ষ্মী নিজে একজন নারী হয়েও যেকোনো সময় নাইটি পরার বিরোধী। তবে দিনের বেলা নাইটি পরলে শাস্তি দেওয়ার কথা অস্বীকার করেন তিনি।

Bootstrap Image Preview