Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরপুর টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১০:২২ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১০:২২ PM

bdmorning Image Preview


সিলেট টেস্টে ১৫১ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। এ ম্যাচে প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। তাই শেষ টেস্টে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তনের আভাষ পাওয়া গেছে। রোববারের একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে। এমনকি অভিষেক হতে পারে দুই ক্রিকেটারের। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায়।

মিরপুর টেস্টে একাদশে পরিবর্তন নির্ভর করছে পিচ কন্ডিশনের উপর ভিত্তি করে।আজ শনিবার ম্যাচ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সাংবাদিকদের জানান,’ মিরপুরের পিচ বোঝা সবসময়ই কঠিন। এখানকার উইকেট একটু স্লো। স্লো উইকেট হলে রান করা একটু কঠিন হয়। কষ্ট করে রান করতে হবে। 

রবিবার পিচের কথা মাথায় রেখে একাদশে রাখা হবে দুই স্পিনার। এক্ষেত্রে মিরাজ ও তাইজুল ইসলামের খেলাটা এক রকম নিশ্চিত। কারণ সিলেট নিজের অভিষেক টেস্টে দারুর কিছু করতে ব্যর্থ হয়েছেন নাজমুল ইসলাম অপু। তার জায়গায় দলে ফিরবেন মোস্তাফিজুর রহমান। এছাড়া সিলেট ক্যারিয়ারের অভিষেক টেস্ট খেলা রহির জায়গায় পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় পেসার হিসেবে শফিউল ইসলাম ও খালিদ আহম্মেদ বিবেচনায় রয়েছেন। খালিদ জিম্বাবুয়ে বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করেছিলেন। 

এদিকে ব্যাটিং লাইনআপে সিলেট টেস্টে দুই ইনিংসে ৫ ও ১৩ রানের ইনিংস খেলা শান্তকে বাদ দিতে পারে নির্বাচকরা। তার জায়গায় মিডল অর্ডারে টেস্টে অভিষেক হতে পারে মোহাম্মদ মিঠুনের। কারণ তামিমের অনুপস্থিতে লিটন ও ইমরুলকে সেরা ওপেনিং জুটি মনে করা হচ্ছে। তাই ওপেনিংয়ে  শান্তর খেলার সম্ভাবনা নেই। 

সম্ভাব্য একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লা্হ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম,  খালিদ আহম্মেদ, মোস্তাফিজুর রহমান

Bootstrap Image Preview