Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার মুখোমুখি হচ্ছেন এরদোগান-ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১০:০০ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১০:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের ধর্মযাজক ব্রান্সনকে তুরস্কে বন্দি রাখা ও দেশটির ওপর মার্কিন প্রেসিডেন্টের অবরোধে দুই দেশের মধ্যে সম্প্রতি বেশ উত্তেজনা চলছিল। কিন্তু ব্রান্সনকে মুক্তি দেয়ার পর সেই উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। এবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন।

প্রথম বিশ্বযুদ্ধের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানী এ যুদ্ধে শতবর্ষ পালন করা হবে। এজন্য দুই নেতা প্যারিস যাচ্ছেন। সেখানেই আলোচনায় বসবেন ট্রাম্প ও এরদোগান।

শনিবার প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রাক্কালে তুর্কি প্রেসিডেন্ড গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

এরদোগান বলেন, আমরা দুজনেই প্যারিস যাচ্ছি। সুতারাং চেষ্টা করবো দ্বিপাক্ষিক আলোচনার জন্য।

Bootstrap Image Preview