Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়নাল হাজারী একাই ৩ আসনে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৯:৫৩ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এক ইশারাতেই চলতো ফেনীর রাজনীতি থেকে শুরু করে সবকিছু। বলছি এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ নেতা জয়নাল আবদীন হাজারীর কথা। সারা দেশে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন ‘ফেনীর গডফাদার’ নামে। দীর্ঘদিন অন্তরালে থাকলেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফের রাজনীতিতে সক্রিয় এ প্রবীণ রাজনীতিবিদ।

সূত্রে জানা যায়, নৌকা মার্কায় ভোট করতে ফেনী ১, ২ ও ৩ নির্বাচনী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী।

শনিবার দুপুরে একসঙ্গে এই তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শহীদ খোন্দকার বলেন, মনোনয়ন সংগ্রহের প্রথমদিন (শুক্রবার) প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ফেনীর বেশ কয়েকজন নেতা ফরম সংগ্রহ করেন। শনিবার জয়নাল হাজারীসহ কয়েকজন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল হাজারী ফেনী-২ (সদর) আসনে ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯১ সালের পঞ্চম এবং ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারা দেশে যে ক’জন সংসদ সদস্য নেতিবাচক কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন, তাদের একজন জয়নাল হাজারী।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

তফসিল ঘোষণার পর গতকাল (শুক্রবার) থেকে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পত্রের ফরম বিক্রি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সকাল ১০টা থেকে এই ফরম বিক্রি শুরু হয়।

মনোনয়নপত্রের ফরম কেনার জন্য আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ের সামনে সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় করেছেন। গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা ৩০ হাজার টাকা করা হয়েছে।

Bootstrap Image Preview