Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের মতো একই কারণে আইপিএল সূচিতেও আসছে পরিবর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৮:১৪ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৮:১৪ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ প্রস্তুতির জন্য এগিয়ে আসতে পারে আইপিএল৷ ৩০ মে ইংল্যান্ডের মাটিতে শুরু ক্রিকেট বিশ্বকাপের আসর৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ৬ জুন৷ তার আগে ভারতীয় ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত বিশ্রাম দিতে দ্বাদশ আইপিএল এগিয়ে আনার চিন্তা ভাবনা করছে ভারতীয় বোর্ড।

বোর্ডের সঙ্গে শেষ মিটিংয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অধিনায়ক বিরাট ও কোচ রবি শাস্ত্রী বোর্ডের কাছে আইপিএলের সূচি এগিয়ে আনার অনুরোধ জানিয়েছেন৷ বোলারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই এই অনুরাধ বিরাটের৷ সম্প্রতি হায়দরাবাদে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারত অধিনায়ক৷ উপস্থিতি ছিলেন সীমিত ওভারের ফরম্যাটে তাঁর ডেপুটি রোহিত শর্মা৷

বৈঠকে সিওএ প্রধান বিনোদ রাইয়ের উপস্থিতিতে আগামী বছর জুনে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে তরতাজা রাখতে বুমরাহ ও ভুবনেশ্বরকে ২০১৯ আইপিএলে না-খেলানোর কথা বলেন কোহলি৷ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারত অধিনায়কের সূচি এগিয়ে আনার অনুরোধ নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলিকে বুঝিয়ে বলতে পারে বোর্ড৷ সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা করেই আইপিএল শুরু হতে পারে নির্ধারিত সময়ের দু’সপ্তাহ আগে৷ সপ্তাহ দুই এগিয়ে আসলে সম্ভবত ২৩ মার্চ থেকে শুরু হয়ে পারে ভারতের বিলিয়ন ডলারের এই ক্রিকেট লিগ৷

অন্যদিকে ২০১৯ বিশ্বকাপের কথা ভেবে দলের পেস আক্রমণের দুই স্তম্ভ জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে আইপিএলে বিশ্রামে দেওয়ার পক্ষে বিরাট সওয়াল করলেও এ ব্যাপারে কিন্তু সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের ডেপুটি রোহিত শর্মা৷

বিরাটের এ ব্যাপারে সহমত নয় রোহিত৷ হিটম্যানের বক্তব্য, ‘যদি মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফ অথবা ফাইনাল ওঠে এবং বুমরাহ ফিট থাকা সত্ত্বেও ওকে আমি খেলাব না, এটা সম্ভব নয়৷’ নির্ধারিত সময়ে আইপিএল শুরু হলে তা শুরু হবে ২৯ মার্চে৷ শেষ হবে ১৯ মে৷ এর ১৫ দিন পরই বিশ্বকাপে নামবে ভারত৷ আইপিএল ও বিশ্বকাপের মাঝে এই গ্যাপটা বাড়াতেই আইপিল সূচিতে পরিবর্তন আসতে পারে৷

অন্যদিকে ২০১৯ ভারতীয় লোকসভা নির্বাচন৷ সেকারণে প্রয়োজন পড়লে ভেন্যু পরিবর্তনের পথে হাঁটতে পারে বোর্ড৷ অতীতে দেশের লোকসভা নির্বাচনের জন্য ২০০৯ সালে দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার মাটিতে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল৷ দশ বছর পর ফের আইপিএল ফিরতে পারে ম্যান্ডেলার দেশে৷ তবে সব কিছুই নির্ভর করছে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার উপর৷

উল্লেখ্য, বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে পিছিয়ে এসেছে বিপিএলের ষষ্ঠ আসর। সবশেষ বিপিএলের ষষ্ঠ আসর পিছিয়ে জানুযারি মাসের প্রথম সপ্তাহে ঠিক করা হয়েছে।

Bootstrap Image Preview