Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৮ বছরেও 'প্রাপ্তবয়স্ক' হয়নি টেস্ট ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৭:৫৫ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৭:৫৫ PM

bdmorning Image Preview
২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্ট উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি


বাংলাদেশে ১৮ বছরের ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক বলা হয়। দেয়া হয় ভোট দেবার ক্ষমতা। কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বয়স অাজ ১৮ বছর হলেও এটি প্রাপ্তবয়স্ক হয়নি দলটির অধিনায়কের মতে। ২০০০ সালের ১০ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। আজ ১৮ বছর পূর্ণ হলো।

আগামীকাল রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে জিম্বাবুয়ের নিজেদের ১১০তম টেস্টে খেলতে নামবে টিম টাইগার। কিন্তু সেই ম্যাচের প্রাক্কালে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজেদের 'প্রাপ্তবয়স্ক' ভাবতে পারছেন না!

মিরপুরে আজ রবিবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, 'যদি ফলাফলের দিক থেকে দেখেন, তাহলে হয়তো প্রাপ্তবয়স্ক হয়নি। টেস্ট ক্রিকেট আপনাকে খেলতে থাকতে হবে, তারপর আপনি ফলাফল পাবেন।'

মাহমুদউল্লাহর কথা মোটেও মিথ্যা নয়। ক্রিকেটের অন্য দুই ফরম্যাটে গত তিন বছর ধরেই দাপট দেখিয়ে গেলেও সাদা পোশাকের খেলাটা যেন আয়ত্ত্বই করতে পারছে না বাংলাদেশ। ১৮ বছরে ১০৯ টেস্টে জয় মাত্র ১০টি; হেরেছে ৮৩ ম্যাচে এবং ড্র করেছে ১৬ ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১৪৩ ও ১৬৯ রানে অল-আউট হয়ে ১৫১ রানে হারতে হয়েছে। এটা তো ম্যাচিউরিটির প্রমাণ রাখে না।

কিন্তু কেন এমন হচ্ছে? জবাবে মাহমুদউল্লাহ বলেন, 'আমরা টেস্ট ক্রিকেটের ধাঁচ কখনও ধরতে পারি কখনও পারি না। যখন ধরতে পারি তখন তখন খুব ভালো ছন্দে থাকি। আবার যখন এদিক-সেদিক হয় তখন আমরা নিজেদের গুটিয়ে ফেলি। সামনের দিকে এগোতে এই বিষয়গুলোর সমাধান খুঁজে বের করতে হবে। আর অগ্রগতির প্রশ্নে একটাই উত্তর, সেটি হল ধারাবাহিকতা। ধারাবাহিকভাবে আমাদের পারফর্ম করতে হবে।'

এই অবস্থা থেকে উত্তরণের উপায় নিয়ে অধিনায়ক আরও বললেন, 'অন্য ফরম্যাটে আমরা যেভাবে ভালো খেলছি, ছন্দ ধরতে পেরেছি, টেস্টে হয়তো সেটা ধরতে পারছি না। টেস্টে কিছু ম্যাচে আমরা ভালো করেছি, কিছু ম্যাচে আবার বাজে খেলেছি। এটা থেকে বের হওয়া দরকার...আমাদের বের হতেই হবে। যে কোনো ক্রিকেটে ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের তিন বিভাগেই সুশৃঙ্খল হতে হবে। টেস্ট ক্রিকেটে আপনাকে ব্যাটিং-বোলিংয়ে ভালো জুটি গড়তে হবে। তাহলে ফল আপনার পক্ষে আসবেই।'

Bootstrap Image Preview