Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে- ৪ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করেছেন যারা

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১১:৫৪ AM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামীলীগ। মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে নাটোরের চারটি আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে অন্তত ২৫জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন।

নাটোর-১ আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা কর্নেল রমজান আলী, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য সেলভিয়া পারভিন লেনি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শেফালি মমতাজ, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাজেদুর রহমান চাদ, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, কামরাঙ্গীচর আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান। এছাড়া বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ শনিবার দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করবেন বলে নিশ্চিত করেছেন।

নাটোর ২ আসন থেকে একাধিক নেতা-কর্মী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তারা হচ্ছে, বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহাদ আলী সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাংগঠনিক সম্পাদক মালেক শেখ, নাটোর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উমা চৌধুরি জলি, প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা, জেলা মহিলালীগের সভাপতি রত্না আহমেদ, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ তালুকদার বাচ্চা।

এছাড়া এই আসন থেকে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ মনোনয়ন ফরম উত্তোলন করার কথা রয়েছে।

দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের প্রথম দিনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তবে এই আসন থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিংড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শহিদুল ইসলাম মনোনয়ন ফরম উত্তোলনের কথা রয়েছে।

নাটোর-৪ এই আসন থেকে আওয়ামীলীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তারা হচ্ছে, বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ মোল্লা, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং এমপির মেয়ে কোহেলি কুদ্দুস মুক্তি, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পিপি শাহজাহান কবির, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সদস্য রতন সাহা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়া এই আসন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আহম্মদ আলী মোল্লা শনিবার মনোনয়ন ফরম উত্তোলন করবেন বলে জানা গেছে ।

Bootstrap Image Preview