Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তফসিল ঘোষণার মাধ্যমে সরকার পাতানো নির্বাচনের চক্রান্তে মেতেছে: চরমোনাই পীর

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১১:৫১ AM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১১:৫১ AM

bdmorning Image Preview


‘নির্বাচন নিয়ে জনমনে যে ভয় ও শঙ্কা সৃষ্টি হয়েছে, সংলাপের মাধ্যমে তার অবসান ঘটিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্তে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ইভিএম পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিতে হবে। তফসিল ঘোষণার মাধ্যমে সরকার পাতানো নির্বাচনের চক্রান্তে মেতেছে সরকার।’

শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় খুলনা মহানগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ মন্তব্য করেন। এসময় জনসভায় চরমোনাই পীর খুলনার ৬টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘তফসিল ঘোষণার মাধ্যমে সরকার পাতানো নির্বাচনের চক্রান্তে মেতে উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গত ৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে ১০ দফা দাবি পেশ করেছে। গত ১৬ অক্টোবর প্রেসিডেন্টের নিকট ১০ দফা বাস্তবায়নে স্মারকলিপি দিয়েছে। ওই ১০ দফা মেনে নিলে রাজনৈতিক সংকট নিরসনে আর সংলাপের প্রয়োজন হতো না।’

চরমোনাই বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের সর্বস্তরের মানুষের গণ-দাবিতে পরিণত হয়েছে। দেশের অধিকাংশ রাজনৈতিক দলের যোক্তিক দাবিকে উপেক্ষা করে জাতীয় নির্বাচনের জন্য কোনও রকম সুষ্ঠু পরিবেশ তৈরি না করে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণা দেশবাসীর জন্য দুর্ভাগ্যের বিষয়। দেশবাসী চায়, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নিয়ে তফসিল ঘোষণা করায় জনগণ চরম হতাশ হয়েছে। আমরা আশা করবো, ক্ষমতাসীন সরকার এবং নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের জন্য গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ পরিবেশ তৈরি করবে এবং কাঙ্খিত পরিবেশ তৈরির জন্য নির্বাচন পেছাবে।’

Bootstrap Image Preview