Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীদের বিশ্বকাপ নিয়ে কিছু অজানা তথ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৮:১৭ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৮:১৭ PM

bdmorning Image Preview


আজ থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর।আগামীকাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগ্রেসরা।তাহলে চলুন রুমানাদের মাঠে নামার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জেনে আসি কিছু তথ্য।

 ১। ২০০৯ সালে শুরু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর৷ ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ২ বছরের মাথায়৷

২। নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের চ্যাম্পিয়ন আয়োজক দেশ ইংল্যান্ড৷

৩।২০১০ সালে টুর্নামেন্টের আসর বসেছিল ওয়েস্ট ইন্ডিজে৷

৪। এবারও রানার্স হয়েই থেকে যেতে হল নিউজিল্যান্ডকে৷ কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷ শেষ বলে থ্রিলার ম্যাচ জিতেছিল অজিরা৷ জয়ের জন্য ১০৭ রান তাড়া করতে নেমে শেষ বলে নিউজিল্যান্ডের দরকার ছিল পাঁচ রান৷ কোনও রকমে কিউয়ি ব্যাটার এক রান নেন৷ অজিরা ম্যাচ জেতে ৪ রানে৷

৫। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১২ সালে৷ সেবারও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল৷ শ্রীলঙ্কার মাটিতে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব দখল অজিদের৷ এবার ও শেষ বলের থ্রিলার৷ জয়ের জন্য ১৪৩ রান তাড়া করতে নেমে শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৬ রান৷ সেদিন জাভেদ মিঁয়াদাদ হয়ে ওঠা হয়নি হ্যাজেলের৷ শেষ বলে এক রান নেন ব্রিটিশ ব্যাটার৷ চার রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া৷

৬। পরের বার বাংলাদেশের মাটিতেও চ্যাম্পিয়ন অস্ট্রলিয়া৷ এবারও ইংল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন অজিরা৷ (২০১৪সালে)

৭।২০১৬ সালে আয়োজক ভারত৷ ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ফাইনাল হয়েছিল কলকাতার ইডেনে৷ ম্যাচের শেষ ওভারে তিন বল বাকি থাকতে প্রয়োজনীয় ১৪৯ রান তুলে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ৷ সেবার ভারতের মাটি থেকে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ক্রিকেট দলও টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল৷

 

Bootstrap Image Preview