Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ প্রাপ্তিতে গণসংবর্ধনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:০১ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ পৌরসভার আয়োজনে ও মেয়র সাইদুল করিম মিন্টুর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সুমন পারভেজ এর একতা উন্নয়ন সংগঠনের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ প্রাপ্তিতে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদহ্মিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণসংবর্ধনা আয়োজন করা হয়।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর-মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ঝিনাইদহ সরকারি কেসি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড.বি এম রেজাউল করিম, যশোরের সপ্ন দেখো, সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল নান্নু প্রমুখ।

উল্লেখ্য, শেখ হাসিনা যুব ন্যাশনাল ইন্সটিটিউটে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের হাত থেকে জয় বাংলা ইয়ুথ এ্যওয়ার্ড গ্রহণ করেন ঝিনাইদহের একতা উন্নয়ন সংস্থা পরিচালক সুমন পারভেজ। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় সেরা ১০ জনের ৫ম স্থান অধিকার করে সংস্থাটি।

বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু যাদের পিতা মাতার সন্তানেরা প্রতিবন্ধী তাদের পিতা মাতা বিশ্বাস করতে চাই না আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ঝিনাইদহের সুমন পারভেজ প্রমাণ করেছে প্রতিবন্ধীরা জাতির বোঝা নয় বরং তারাই একদিন জাতির গর্বিত সন্তান হবে। অনুষ্ঠানটি আয়োজন করেন ঝিনাইদহ পৌরসভা এবং বাস্তবায়নে ছিলেন ঝিনাইদহ কথন সাংকৃতিক সংসদ। 
 

Bootstrap Image Preview