Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আলোচনায় বসেনি উত্তর কোরিয়া'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:৫৫ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা স্থগিত হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং চোলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য জানিয়েছেন উত্তর কোরিয়ার সঙ্গে বর্তমানে ভালো সম্পর্ক রয়েছে।

কিন্তু কেন আলোচনা বাতিল করা হলো সে প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া ভিন্ন বক্তব্য দিয়েছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে না নিলে এবং  সুযোগ-সুবিধা না পেলে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি ফের শুরু করবে।

অন্যদিকে মার্কিন প্রশাসন থেকে জানানো হয়, পরে এই বৈঠক হবে।

শুক্রবার জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, উত্তর কোরিয়া আলোচনার জন্য প্রস্তুত ছিল না তাই তারা আলোচনায় বসেনি।

Bootstrap Image Preview