Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম গ্রন্থাগারের উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:৫৪ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:৫৪ PM

bdmorning Image Preview


জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে স্বর্গীয় পিতৃদেব ও মাতৃদেবের আত্মার শান্তি কামনায় পুত্রদ্বয় শ্রী মনোরঞ্জন হাওলাদার ও শ্রী শিশির রঞ্জন হাওলাদারের সহযোগিতায় শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের গ্রন্থগার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টায় স্বর্গীয় পিতৃদেব মুকন্দলাল হাওলাদার ও স্বর্গীয়া মাতৃদেবী ণৈলবালার নামে মদনমোহন সেবাশ্রম গ্রন্থাগারের আনষ্ঠানিক উদ্বোধন করেন সেবাশ্রমের সভাপতি কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

এ সময় সেবাশ্রমের সফলতা, ভক্তদের সেবাদান ও সনাতন ধর্মের জ্ঞানার্জন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেবাশ্রমের বহুসংখ্যক ভক্তানুরাগী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মদনমোহন সেবাশ্রমের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাথুরাম ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মদনমোহন সেবাশ্রমের উপদেষ্টা অধ্যাপক পরিমল কুমার দত্ত, সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ বিশ্বাস, মনোরঞ্জন হাওলাদার, পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক শিশির রঞ্জন হাওলাদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কাউন্সিলর বিজলী রানী, নমিতা দত্ত, শিবক মিত্র, অধ্যাপক নিখিল চন্দ্র হাওলাদার, বিপ্লব কুমার, কাজল হাওলাদার প্রমুখ।

এ সময় বক্তারা মদনমোহন সেবাশ্রমে ভক্তদের সেবাদানের জন্য গ্রন্থাগার স্থাপন, বই ও আসবাবপত্র দেওয়ার জন্য অধ্যাপক শিশির রঞ্জন হাওলাদারকে কৃতজ্ঞতা ও ধন্যবদ জানান। সবশেষে অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Bootstrap Image Preview