Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শামীম ওসমানের আসনে মনোনয়ন নিলেন আ’লীগ নেত্রী নাহিদা বেগম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:৫২ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলের স্ত্রী নাহিদা বেগম। তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।

আজ শুক্রবার ৯ নভেম্বর দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহিলা আওয়ামী লীগের এ নেত্রী। তিনি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি।

নাহিদা বেগম বঙ্গবন্ধু পাঠাগার কেন্দ্রীয় কমিটির বর্তমান সভানেত্রী। এছাড়া কেন্দ্রীয় মহিলা ও শিশু বিষয়ক উপ-কমিটির সদস্য তিনি।

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দেশের অন্যতম শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ ৪-আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান।

এ আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমান আধিপত্য বিস্তার করে। ১৯৯৬ এর নির্বাচনে আসনটি দখলে নেয় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শামীম ওসমান। ২০০১ সালে বিএনপির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং ২০০৮ সালে জয় ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দল। সবশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শামীম ওসমান।

ফতুল্লার ছয়টি ইউনিয়ন এবং সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৪-আসন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

তফসিল ঘোষণার পর দিনই দলীয় মনোনয়ন ফরম বিক্রি করতে শুরু করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। শুক্রবার ৯ নভেম্বর দুপুরে ধানমন্ডির আওয়ামীলীগ কার্যালয়ে নতুন ভবনে শুরু হয় এই কার্যক্রম। সকাল থেকে কার্যালয়ের ৮টি বুথে ৮টি বিভাগের মনোনয়ন ফরম বিক্রি চলে।

Bootstrap Image Preview