Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকা বিজয়ী হলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়: চুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৫:২৯ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৫:২৯ PM

bdmorning Image Preview


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, তফসিল ঘোষণা হয়ে গেছে। আগামী ২৩ ডিসেম্বর ভোট। তাই জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নৌকায় ভোট দিন। কারণ শেখ হাসিনার নৌকা বিজয়ী হলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকে।

শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে নির্বাচনি গণসংযোগকালে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের চারদিকে তাকিয়ে দেখুন কোথায় উন্নয়ন হয়নি? কোথায় শান্তি নেই? শেখ হাসিনা উন্নয়ন আর শান্তির জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আর দেশের সেই উন্নয়ন আর শান্তির ধারাকে বাধাগ্রস্থ করার জন্য কেউ যড়ষন্ত্র করতে পারে। তাই আপনাদের দৃষ্টি রাখতে এবং সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনেও শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে হবে। শেখ হাসিনা বিজয়ী হলে দেশের উন্নয়নের চাকা ঘুরবে, বিজয় হবে আপনাদের ভাগ্যেরও।

তিনি আরো বলেন, বিএনপি জোট ক্ষমতায় থাকা অবস্থায় এ দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে। রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা ২১ বছর পর ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে এবং রাজাকারদের বিচার ও শাস্তির ব্যবস্থা করেছে।

'দেশের মানুষের সেবার জন্য বর্তমান সরকার বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। এ দেশের প্রতিটি মাকে সম্মানিত করতে সন্তানের পরিচয়ে বাবার নামের পাশাপাশি মায়ের নাম রাখা হয়েছে। তাই আপনারা নিজেরা নৌকায় ভোট দিন এবং পাড়ায়-মহল্লায় অন্য মা-বোনদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিতে বলুন।'

Bootstrap Image Preview