Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারের ভীত হয়ে গেছে : জাফরুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৪:৫৭ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৪:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের ভীত নড়বড়ে হয়ে গেছে, তারা পালাবার পথ খুঁজছে। এই সরকারের ভীত হল পুলিশ, দুর্নীতি। এর বাইরে কিছু নেই।

শুক্রবার(৯ নভেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন। শুক্রবার দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

তিনি বলেন, আজকের সমাবেশকে কেন্দ্র করে যানবাহন বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে। তারপরও সব কিছু উপেক্ষা করে এতো লোক এসেছেন। এতো লোককে কি গ্রেফতার করা যাবে? গ্রেফতার করা সম্ভব? যাবেনা। তাদের ভীত গেছে। পালাবার পথ খুঁজছে।’

বিচারকদের অসুস্থ দাবি করে তিনি আরো বলেন, আজকে দেশের বিচার বিভাগ ও বিচারকরা অসুস্থ হয়ে গেছে। সবচেয়ে বেশি অসুস্থ বিচারবকরা। বিচারকদের বিচার হলে খালেদা জিয়ার মুক্তি হবে।

সমাবেশ উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা। তবে শারীরিক অসুস্থতার কারণে ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেননি ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগের সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ স্থানীয় নেতারা।

প্রসঙ্গত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীতে এটি চতুর্থ সমাবেশ।

Bootstrap Image Preview