Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভা চলছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৩:৫০ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৩:৫০ PM

bdmorning Image Preview


জুম্মার নামাজের পর দুপুর দুইটায় কোরআন তেলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভেবে রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভা সভা শুরু হয়েছে। এখন স্থানীয় নেতারা ব্যক্তব্য রাখছেন। 

শুক্রবার(৯ নভেম্বর) রাজশাহীর মাদ্রাসা মাঠে দুপুর ২টায় জনসভাটি সভা শুরু হয়।

রাজশাহী বিভাগে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্ট ওই সমাবেশে সভাপতিত্ব করছেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। ইতোমধ্যে ঢাকা থেকে আগত ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও মঞ্চে অবস্থান নিয়েছেন।

এতে প্রধান অতিথি ড. কামাল হোসেন ও প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে অসুস্থতার কারণে সমাবেশে আসেননি ড. কামাল হোসেন।

সমাবেশে বিএনপির নেতাকর্মী ও তাদের ব্যানার ফেস্টুনই সিংহভাগ। সভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। দফায় দফায় টলল ও সমাবেশে আগত নেতাকর্মীদের তল্লাশি করছেন তারা।

সমাবেশে সংলাপ ও তার পর তফসিল- দুইটি বিষয়ে নিজ নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করবেন নেতারা। নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহবান জানাবেন বলে জানা যায়।

জোটের সাত দফা দাবির পক্ষে আরও জনমত গড়ে তোলার দিকেও পরামর্শ দেবেন কেন্দ্রীয় নেতারা। এর আগে রাজশাহী ও তার আশপাশের জেলা শহর থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জোড়া হতে থাকেন মাদ্রাসা মাঠে।

Bootstrap Image Preview