Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি থেকে মনোনয়ন পেতে চান মোশারফ হোসেন চৌধুরী

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ১২:২৮ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ১২:২৮ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেতে চান জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পদক ও জেলা বিএনপি'র শিশু বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী।

তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নির্বাচনী গণসংযোগসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। শুধু দলীয় নেতাকর্মী নয়, দুই উপজেলার সাধারণ মানুষের আপদে বিপদে পাশে থাকছেন তিনি। সাধ্যমত আর্থিকসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসছেন। তিনি মনোনয়ন পেলে হারানো এ আসনটি উদ্ধার করবেন বলে আশা করেন।

তাঁর রাজনৈতিক জীবন থেকে জানা গেছে, মোশারফ হোসেন চৌধুরী ১৯৮৪ সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৮৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের সদস্য এবং গণিত বিভাগ ছাত্রদলের আহবায়ক হন তিনি। ১৯৮৮ সালে ঢাকা মহানগর ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহবায়কের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি মতিঝিল থানা ছাত্রদলের সহ সভাপতি ও পরে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হন। ১৯৯১ ও ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে তিনি বগুড়া-১ আসনের সারিয়াকান্দি উপজেলার বিএনপি মনোনীত প্রার্থী ডা. হাবিবুর রহমানের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ঢাকাস্থ বগুড়া জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পারভেজ, সোনাতলা উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু হানিফ, যুবদলের রোমান, নিকেল প্রমুখ নেতাকর্মী এক স্বাক্ষাৎকারে জানান, মোশাররফ হোসেন চৌধুরী বগুড়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেতে এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় ও সর্বস্তরের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ওয়ান ইলেভেন পরবর্তীতে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করছেন। শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যা দূর্গতদের নিজের তহবিল থেকে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ এবং নগদ অর্থ সহায়তা দিয়েছেন।

সম্প্রতি শারদীয় দুর্গোৎসবে মণ্ডপ পরিদর্শন ও সাধ্যমত সহায়তা করেছেন। তার সাধ্যমতে ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও হামলা-মামলা শিকার ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো এবং জামিনের ব্যবস্থা করছেন তিনি। তাই বিএনপির হাইকমান্ড তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

এ প্রসঙ্গে মোশাররফ চৌধুরী এক স্বাক্ষাৎকারে বলেন, নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ ও দলের নেতাকর্মীরা তার আশা ভরসা। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে প্রচারপত্র বিতরণ এবং গণসংযোগ করছেন। দল মনোনয়ন দিলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে জনগণকে বিজয়ের মালা উপহার দিতে পারবো। আজকে দল করতে গিয়ে বিভিন্ন হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে জামিনের ব্যবস্থাসহ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছি। এছাড়াও অসহায়-অস্বচ্ছল পরিবারের সন্তানদের পড়ালেখায় আর্থিক সহায়তা ও তাদের চিকিৎসার ব্যবস্থা করে আসছি এবং বর্তমান তা অব্যাহত রয়েছে। 

তিনি আরো বলেন, এমপি হতে পারলে এলাকার প্রধান সমস্যা যমুনা নদীর ভাঙ্গনরোধ, বেকার ও যোগাযোগ সমস্যার সমাধান, মাদক নির্মুল, জনগণের জীবনযাত্রার মনোন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে সর্বদা কাজ করে যাবো।  
 

Bootstrap Image Preview