Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত-তালেবান শান্তি বৈঠক আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ১১:২৫ AM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ১১:২৫ AM

bdmorning Image Preview


রাশিয়ায় তালেবানের সঙ্গে আজ শান্তি বৈঠাকে বসবে ভারত।বৈঠকটি হবে রাশিয়ার মস্কোতে। আফগানিস্তানের চলমান সংকট দূর করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

সংবাদসংস্থা এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পক্ষকে সঙ্গে নিয়ে বৈঠকে করছে রাশিয়া। তাতে আমেরিকা এবং চীনের পাশাপাশি ভারতও ডাক পেয়েছে। ডাক পেয়েছে তালেবানও।

বৈঠকের কথা স্বীকার করে ভারতের বৈদেশিক মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ভারত সরকারি স্তরে এই বৈঠকে অংশ নিচ্ছে না। এতে প্রতিনিধিত্ব করবেন অমর সিনহা এবং টিসিএ রাঘবন।

রাভিশ কুমার আরো বলেন, শান্তির পথে ফিরিয়ে নিয়ে এসে আফগানিস্তানকে নতুন করে গঠনের কাজে ভারত সবসময় পাশে আছে।

অমর একসময় আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন আর রাঘবন পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।

গত মাসে ভারত-রাশিয়ার মধ্যে কয়েক বছর ধরে হয়ে চলা সম্মেলনে যোগ দিতে দিল্লি এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখনই এই বৈঠকের ব্যাপারে জানতে পারে ভারত। 

রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, বৈঠকে উপস্থিত থাকার জন্য ইরান, কাজাখস্তান,তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কেমিস্তানের মতো দেশকেও আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া।

উল্লেখ্য, তালেবান ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতাসীন ছিলেন। ২০০১ সালে নর্দার্ন অ্যালায়েন্স এবং ন্যাটো দেশগুলো পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।এরপার থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

Bootstrap Image Preview