Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ১১:১১ AM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ১১:১১ AM

bdmorning Image Preview


'বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল' একনেকে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপিকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ পৌর শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সুনামগঞ্জবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

শোভাযাত্রার জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ১ হাজার ১০৭ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার টাকা বরাদ্দ সাপেক্ষে 'বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল' একনেকে অনুমোদন হওয়ার আগে  সুনামগঞ্জের ইতিহাসে এত বড় প্রকল্প কখনো অনুমোদন হয়নি। এই প্রকল্পটি অনুমোদন হওয়ায় আমরা সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এতে হাওরবাসীর স্বপ্ন পূরণ হলো।

তিনি আরো বলেন, আগামীতে সরকার গঠনের পর সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি ইনস্টিটিউট ও ভেটেনারি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।   

প্রকল্প সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর অর্থনৈতিক পরিষদের জাতীয় নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ১০৭ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার টাকা। অবকাঠামো নির্মাণের পর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে। সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় ৩৫ একর জমির ওপর এই প্রতিষ্ঠান হবে। ইতিমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহামদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পিপি ড. খায়রুল কবির রুমেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview