Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে বিদ্যুতের খুঁটি নিয়ে ব্যাপক আতঙ্কে এলাকাবাসী, দুর্ঘটনার আশঙ্কা

জামশেদুর রহমান, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:৪২ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview


নোয়াখালী সেনবাগ উপজেলার ১নং চিলাদী গ্রামের আশেপাশে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও বৈদ্যুতিক তার বেহাল হয়ে পড়ে আছে। বিদ্যুতের খুঁটি এবং গতানুগতিক বৈদ্যুতিক তারের কারণে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ নিয়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। 

জানা যায়, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মোল্লা বাড়ির খুঁটিসহ আশেপাশের বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও পিডিবির কোনো তৎপরতা না থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও গ্রাম অঞ্চলগুলোতে বিদ্যুতের লাইন গতানুগতিকভাবে লাগানোর ফলে যেকোনো সময়ে বৈদ্যুতিক দূর্ঘটনার সম্ভবনা রয়েছে।

সড়কের পাশ দিয়ে বৈদ্যুতিক লাইনগুলো যেন গাছপালার সাথে জড়িত হয়ে সাংঘর্ষিক হয়ে রয়েছে। এছাড়াও উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের রেজু মিয়ার বাড়ির কবরস্থানে একটি বৈদ্যুতিক খুঁটি দীর্ঘদিন থেকে বেহাল হয়ে পড়ে আছে। যেকোনো মূহর্তে খুঁটিটি ভেঙ্গে পড়ার সম্ভবনা রয়েছে ও শাহাপুর গ্রাম থেকে মহিদীপুর-কাবিলপুর সড়কের পাশে কৃষি জমিতে দীর্ঘদিন থেকে একটি লাইন পড়ে আছে।

বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষের উদাসীনতা কেউ নিজের ওপর দায় চাপাতে চায় না বলে বৈদ্যুতিক লাইনটি দীর্ঘদিন যাবত এখানে পড়ে রয়েছে। তাই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এইসব ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের আশেপাশে গাছপালার ডাল কেটে বৈদ্যুতিক তারগুলোকে ঝুঁকিমুক্ত করতে ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিগুলোকে অপসারন করে নতুন খুঁটি স্থাপন করার জন্য পিডিবি কতৃপক্ষকে অনুরোধ জানান।

এ ব্যাপারে সেনবাগ পিডিবির পরিচালক জানান, উপজেলার যেখানে বৈদ্যুতিক তারের দুর্ঘটনার সম্ভবনা আছে দ্রুত আশেপাশের গাছপালার ডাল কেটে ফেলা হবে এবং যেসব খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো দ্রুত সমাধান করা হবে।

Bootstrap Image Preview