Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংলাপ: দুই-একদিন পর সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:৩৮ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:৩৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত করা সংবাদ সম্মেলন আগামী দুই-এক দিন পর করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দলটির সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার কথা ছিল। যেহেতু আজই তফসিল ঘোষণা করা হবে, সেজন্য দু-একদিন পরে প্রেস করফারেন্স করবেন নেত্রী। প্রধানমন্ত্রী এমনটাই আভাস দিয়েছেন। এ পর্যন্ত ২৪টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ বিষয়ে আজ ওবায়দুল কাদের বলেন, ‌যেহেতু প্রধান নির্বাচন কমিশনার আজ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন, সেজন্য আজ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেননি। ঐক্যফ্রন্টের কর্মসূচির সাথে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন পেছানোর কোনো সম্পর্ক নেই।

Bootstrap Image Preview