Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ৪ কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে ৪ স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:২১ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:২১ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে ৪ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক সময়ে হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এই ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সদর উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার জানান, ৭৭ লাখ টাকা ব্যয়ে তেঘরিয়া ইউনিয়নের সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত্তি বিশিষ্ট ১ম তলা নতুন ভবন। ৩৭ লাখ টাকা ব্যয়ে একই ইউনিয়নের শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, ৮৪ লাখ টাকা ব্যয়ে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং রামপুর উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 
এই উন্নয়নের কাজগুলো বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদফতর।

এসময় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধন করেছে। এছাড়াও দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে। যে কারণে আজ আমাদের লেখাপড়া করে ছেলেমেয়েরা সহজেই তাদের কর্মসংস্থান পাচ্ছে। 

এছাড়াও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়াও এলাকার নানা শ্রেণি পেশার লোকজন সমাবেশে যোগ দেন।

Bootstrap Image Preview